Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ড.মহীউদ্দীন খানের মনোনয়নপত্র গ্রহণ
kachua...

কচুয়ায় ড.মহীউদ্দীন খানের মনোনয়নপত্র গ্রহণ

চাঁদপুর-১ কচুয়া আসেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধানমন্ডি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পক্ষে শনিবার (১০ নভেম্বর) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান শিশির ।

সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি জি.এম আতিকুর রহমান।

এসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পক্ষে নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন মিছিলের মাধ্যমে ঢাকার ধানমন্ডির রাজপথ কাঁপিলে তুলেন। পরে নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র বনানীর বাসায় মনেনেয়নপত্রটি তার হাতে তুলে দেন।

প্রসঙ্গত , চাঁদপুর জেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, ২৬০-চাঁদপুর-১ কচুয়া নির্বাচনি এলাকার ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৫শ’ ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৭ শ ৫১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩১ হাজার ৭ শ’ ৬২ জন। ভোট কেন্দ্র ১ শ’৫ টি। পুরুষ কক্ষ ২ শ’ ৪১ শ’এবং মহিলা কক্ষ ২শ’ ৫৫ টি।

এদিকে কচুয়ায় বিশ্ব ডায়াবেটিক দিবসে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে ইসলামপুর ড.জালাল আলমগীর পাঠাগারে শনিবার (১০ নভেম্বর ) সকালে বিনামূল্যে ডায়েবেটিক রোগীদের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন এ কার্যক্রম উদ্বোধন করেন। চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনভর এলাকার প্রায় ১ হাজার গরীব ও অসহায় মানূষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

জিসান আহমেদ নান্নু
১০ নভেম্বর ,২০১৮ শনিবার

Leave a Reply