চাঁদপুরের কচুয়ার বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেনের বাড়িতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। ১৫ নভেম্বর বৃহস্পতিবার মধ্য রাতে অধ্যক্ষের নিজ বাড়ি উপজেলার খলাগাঁও গ্রামে অজ্ঞাত দূস্কৃতিকারিরা জানালা দিয়ে আগুন জালিয়ে দেয়ার এ ঘটনা ঘটায়।
এসময় অধ্যক্ষ মনির হোসেনের গৃহের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গৃহের খাট সংলগ্ন মূল্যবান মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে গৃহকর্তা অধ্যক্ষ মনির হোসেন জানান, জানামতে কারো সাথে আমার কোন শত্রুতা নেই। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। তবে ধারণা করা হচ্ছে আমার জান মালের ক্ষতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কচুয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ১৫ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur