কচুয়া

কচুয়ায় মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা

চাঁদপুর কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুধবার(১৯ অক্টোবর) দুপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালের সভাপতিত্বে ও ওসি তদন্ত মো. শামছুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ) মনজিল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সি, চাঁদপুর জেলা পুলিশিং কমিটির সভাপতি জিএম শাহাবুুদ্দিন, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি কমান্ডার আব্দুর রশিদ পাঠান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও মুক্তিযোদ্ধা জাবের মিয়া।

পুলিশ সুপার শামছুন্নাহার কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নকে মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করে এ ঘোষনাকে সফল করে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

।। আপডটে, বাংলাদশে সময় ৭:৫২ পিএম, ১৯ অক্টোবর ২০১৬, বুধবার
এইউ

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
Share