চাঁদপুর কচুয়ায় আশারকোটা গ্রামে পানির মোটরের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বৃহস্পতিবার(১১ এপ্রিল) বেলা ১১টার দিকে আবু বকর হৃদয় (২৪) নামে এক কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে।
নিহত কলেজ ছাত্র আবু বকর হৃদয় ঢাকা কলেজের বিবিএ’র তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র।
পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ জানান, উপজেলার আশারকোটা গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু বকর হৃদয় তার নিজ গৃহের পানির মোটরের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে আকস্মমিক ভাবে তারে জড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে কলেজ সহপাঠি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১১ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur