Home / চাঁদপুর / চাঁদপুর শহরে ইভটিজিংয়ের অপরাধে ২ যুবকের অর্থদণ্ড
Eve
ফাইল ছবি

চাঁদপুর শহরে ইভটিজিংয়ের অপরাধে ২ যুবকের অর্থদণ্ড

চাঁদপুর শহরে ইভটিজিং এর দায়ে দুই যুবককে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১১ এপ্রিল) দুপুরে শহরস্থ মিশন রোডের রুচি হোটেল সংলগ্ন এলাকায় এই অর্থদণ্ড দেওয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার এস আই আওলাদ হোসেন জানান,শহরস্থ মিশন রোড এলাকার দিপক কর্মকারের মেয়ে পুরান বাজার ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী নীহা কর্মকার এই পথ ধরে যাচ্ছিলেন। এমন সময় শহরস্থ আলিমপারা এলাকার ফজলুর রহমানের ছেলে ওয়ালিদুর রহমান এবং দক্ষিণ পশ্চিম মৈশাদীর দেলওয়ার পাটওয়ারীর ছেলে জাকারিয়া পাটওয়ারী তাকে পথ আগলে রাখে।

এসময় ওই বখাটেরা মেয়ে শিক্ষার্থীকে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করে ইভটেজিং করতে থাকে। এ দৃশ্য দেখে স্থানীয়রা ওই যুবকদের আটকে রেখে থানায় খবর দিলে তাৎক্ষণিক ওসি স্যারের নির্দেশে ওখানে হাজির হই । আর ওই বখাটেদের আটক করি।

চাঁদপুর সদর উজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব জানান, অভিযুক্ত দুই ইভটেজার জাকারিয়া ও ওয়ালিদ এক হাজার করে দু’জনকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদেরকে কাছ থেকে মুচলেখা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ইভটিজিং করার অপরাধে দু’যুবককে আটক করা হয়। পরে থানায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করে। এছাড়া তাদেরকে সতর্কতা প্রদান করে মুচলেখা রেখে অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্তদের একজন ওয়ালিদ জানায়, অনেক মানুষের উপস্থিতি দেখে আমি ঘটনাস্থলে বিষয়টি দেখার জন্যে যাই। পরক্ষণে আমি কিছু বুঝে উঠার আগেই আমাকে বিষয়টিতে ফাঁসিয়ে দেয়া হয়েছে। মূল অপরাধী জাকারিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাকে চিনি না।’

স্টাফ করেসপন্ডেট
১১ এপ্রিল,২০১৯