চাঁদপুরের কচুয়ায় আমেনা বেগম নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের বড়ইগাঁও-শাহপুর গ্রামে নিজ গৃহ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়ইগাঁও – শাহপুর গ্রামের অধিবাসী সদ্য প্রবাস ফেরত মোঃ শরীফুল ইসলামের স্ত্রী আমেনা বেগম গৃহের লোকজনের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কী কারনে ওই গৃহবধু আত্মহত্যা করেছে তার রহস্য জানা যায়নি।
গৃহবধু আমেনা বেগম একই উপজেলার মনপুরা গ্রামের তাজুল ইসলামের মেয়ে। প্রায় চার বছর পূর্বে তাঁর বিয়ে হয়।
রাতে কচুয়া থানার এসআই মোঃ জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।
কচুয়া করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur