Home / উপজেলা সংবাদ / কচুয়ায় কালী মন্দিরে হামলা, থানায় মামলা : গ্রেফতার ২
কচুয়ায় কালী মন্দিরে হামলা, থানায় মামলা : গ্রেফতার ২

কচুয়ায় কালী মন্দিরে হামলা, থানায় মামলা : গ্রেফতার ২

Nannu Kachua on
জিসান আহমেদ নান্নু, কচুয়া ||   আপডেট: ০৯:০৭ পিএম, ০৪ অক্টোবর ২০১৫, রোববার

 

চাঁদপুর কচুয়া উপজেলার দোয়াটি লোকনাথ মন্দিরে ৩টি পবিত্র কোরআন শরীফ উদ্ধারের ঘটনায় শনিবার সন্ধ্যায় উপজেলার মনপুরা গ্রামের বিক্ষোব্দ জনতা বিক্ষোভ মিছিল করে নয়াকান্দি গ্রামের সরকার বাড়িতে অবস্থিত একটি কালী মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক মনপুরা গ্রামের শাহআলমের পুত্র আলমগীর হোসেন (২৫) ও আরিফ হোসেন (২০) নামে দু’সহোদরকে গ্রেফতার করেছে।

কালী মন্দির ভাংচুরের সাথে জড়িত আলমগীর ও আরিফ হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে গ্রেফতারকৃত দুই সহোদর আলমগীর ও আরিফ হোসেন এঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেন।

এ ঘটনায় কচুয়া থানার এএসআই শাহাদাত হোসেন বাদী হয়ে রোববার থানায় দন্ডবিধি ১৪৩/৪৪৮/২৯৫/৪২৭/৫০৬ ধারায় ১৬জনকে এজহারনামীয় ও ২০/২৫জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং-০৪।২০১৫

কচুয়া ||   আপডেট: ০৯:০৭ পিএম, ০৪ অক্টোবর ২০১৫, রোববারচাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/