জিসান আহমেদ নান্নু,কচুয়া (চাঁদপুর) :
চাঁদপুর জেলার কচুয়ায় গত মঙ্গলবার কচুয়া-গৌরিপুর-ঢাকা আঞ্চলিক সড়কের চেলাকান্দা নামক স্থানে সড়ক সংলগ্ন খালে হাত বাঁধা ও গলায় গামছা পেচাঁনো উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের সন্ধান মিলেছে। তার নাম বাবুল (৩০) ওরফে পিচ্চি বাবুল।
পিচ্চি বাবুল লক্ষ্মীপুর জেলার শীর্ষ সন্ত্রাসী। বহু মামলার আসামী বাবুল এলাকায় আন্তঃজেলা ডাকাতদলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন বড়তলী গ্রামে। তার পিতার নাম চুন্নু মিয়া। এ ব্যাপারে কচুয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং ২০।
এদিকে মিডিয়ায় ও পত্র-পত্রিকায় সংবাদ পেয়ে তার স্বজনরা কচুয়ায় এসে লাশ সনাক্ত করে। পরে পুলিশ ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে এবং লক্ষ্মীপুরে নিজ এলাকায় তার লাশ দাফন করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, কচুয়া উপজেলার চেলাকান্দা এলাকায় স্থানীয় লোকজন গত মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
আপডেট : বাংলাদেশ সময় : ০৮:৫৯ অপরাহ্ন, ১৮ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ০২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur