বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়েত চাঁদপুরের কচুয়ায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ আহলে সুন্নাত জামায়াত কচুয়া উপজেলা শাখার আয়োজনে জমিলা ক্যাডেট স্কুল মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধক করেন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মাহমুদ।
চট্টগ্রাম মিরসরাই দরবার শরীফের পীর হাফেজ মাওলানা মেছবাহুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ও মুফতি আবল হাসেম মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়েত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা খাজা আরিফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোশারফ হোসেন হেলালী,নাজমুল হক আখন্দসহ আরো অনেকে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur