Home / উপজেলা সংবাদ / কচুয়ায় আশেক আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত
আশেক

কচুয়ায় আশেক আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুরের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট শিক্ষাবিদ আশেক আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজের আয়োজনে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুমের সুযোগ্য সন্তান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় প্রয়াত আশেক আলী খান ও তাঁর স্ত্রী সুলতানা বেগমের কবর জিয়ারত করা হয়। এছাড়া প্রয়াত সংসদ সদস্য মিসবাহ উদ্দিন খান, একুশে পদকপ্রাপ্ত ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ড. হেলাল উদ্দিন খান, ড. সামছুল আরেফিন, নুজহাত জাহাঙ্গীর, জাহান আরা খানের কবর জিয়ারত শেষে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ জামে মসজিদে সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নাসির উদ্দীন প্রধান, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুক্তার খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক হামিদ খান প্রমুখ। মরহুমের নামে প্রতিষ্ঠিত আশেক আলী স্কুল এন্ড কলেজ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করে। দোয়া মুনাজাত পরিচালনা করেন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ-আলম জিহাদী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ আগস্ট ২০২২