কুমিল্লায় র্যাব-১১ এর অভিযানে কোতয়ালি থানাধীন কুমিল্লা রেল স্টেশন (ভাসমান) এলাকা থেকে ২০ ডিসেম্বর শুক্রবার রাতে কচুয়ার মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আলমগীর চাঁদপুরের কচুয়া উপজেরার ডুমুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
২১ ডিসেম্বর রোববার র্যাব-১১, সিপিসি-২ এএসপি সহকারী পরিচালক মোঃ মহিতুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটক কচুয়ার মাদক ব্যবসায়ী আলমগীর বলেছে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত কর্মকান্ড পরিচালনা করে আসছে। জব্দকৃত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন লোকদের সাথে মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার কথা র্যাবের কাছে স্বীকার করেছে।
আটক আলমগীরের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
স্টাফ করেসপন্ডেন্ট, ২১ ডিসেম্বর ২০১৯