Home / উপজেলা সংবাদ / কচুয়া / ‘কচুয়ার প্রতিটি ঘর অচিরেই বিদ্যুতের আওতায় আনা হবে’
Mohiuddin Khan Alamgir
ফাইল ছবি।

‘কচুয়ার প্রতিটি ঘর অচিরেই বিদ্যুতের আওতায় আনা হবে’

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, কচুয়ার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে উপজেলাকে অন্ধকারের হাত থেকে রক্ষা করা হবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে।’

শনিবার (১৯ মার্চ) সকালে কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলীয়ারা-জাগির গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রুপান্তরিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, যারা ধর্মের নাম দোহাই দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করতে হবে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ূব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহাগ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা।

বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. শহীদ উল্যাহ পাটোয়ারী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীরা।

এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, ডিজিএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ দর্জি, কামরুন্নাহার ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া:
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ১৭ পিএম, ১৯ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply