Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদকে বিদায় সংবর্ধনা
সহকারী

কচুয়া সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদকে বিদায় সংবর্ধনা

কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইবনে আল জায়েদ হোসেনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ইবনে আল জায়েদ হোসেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি হওয়ায় রবিবার সকালে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের সমন্বয়ক ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেনকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কলিমুল্লাহ ভূঁইয়া, নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন, মনোহরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, এম.এ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, বিতারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেন, মনপুরা-বাতাবারিয়া জাফরআলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী, নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সোহাগ, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হোসেন মুজমদার, পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ ফেব্রুয়ারি ২০২৪