Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
বাজার

কচুয়া চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমূখর ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।

চৌমুহনী বাজারের ইতিহাসে প্রথম বারের মতো প্রার্থীরা বিপুল সংখ্যক ব্যানার পোস্টার সাটিয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে চৌমুহনী আলিম মাদ্রাসায় ৩শ ১০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি ও সাধারন সম্পাদক সহ মোট ১০টি পদের মধ্যে সভাপতি পদে পূর্বেই বিশিষ্ট ব্যবসাযী ও সমাজসেবক মো. সফিকুল ইসলাম পাঠান স্বপন ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে কাজী মোহাম্মদ উল্যাহ বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হওয়ায় বাকী ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে দুলাল বেপারী চেয়ার প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট তার নিকটতম প্রতিদন্ধি উড়োজাহাজ প্রতীকে জাকির হোসেন পেয়েছেন ১০০ ভোট। সাধারন সম্পাদক পদে ঘোড়া প্রতীকে মো. কামাল হোসেন মাষ্টার পেয়েছেন ২০০ ভোট নিকটতম প্রতিদন্ধি টিউবওয়েল প্রতীকে শরীফ হোসেন পেয়েছেন ৯৫ ভোট। সহ-সাধারন সম্পাদক পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে সুমন প্রধানীয়া পেয়েছেন ১৮৯ ভোট নিকটতম প্রতিদন্ধি তালা প্রতীকে মজিবুর রহমার পেয়েছেন ৯৯ ভোট। সাংগঠনিক পদে মাছ প্রতীকে মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৩০ ভোট নিকটতম প্রতিদন্ধি মোরগ প্রতীকে নেয়ামত উল্যাহ পেয়েছেন ৮৯ ভোট। কোষাধ্যক্ষ পদে সিলিং ফ্যান প্রদীকে আরিফ হোসেন পেয়েছেন ১৫০ ভোট নিকটতম প্রতিদন্ধি দেয়াল ঘড়ি প্রতীকে জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৪১ ভোট ,দপ্তর সম্পাদক পদে কাপ পিরিচ প্রতীকে রাকিবুল হাসান পেয়েছেন ২০২ ভোট নিকটতম প্রতিদন্ধি ফুটবল প্রতীকে মাসুদুর রহমান পেয়েছেন ৮৩ ভোট,প্রচার সম্পাদক পদে মাইকে প্রতীকে আবু হানিফ পেয়েছেন ১৫৯ ভোট নিকটতম প্রতিদন্ধি টেভিলিশন প্রতীকে তাজুল ইসলাম পেয়েছেন ১৩০ ভোট এবং সম্মানিত সদস্য পদে বাস প্রতীকে জসিম উদ্দিন পেয়েছেন ১৫০ ভোট নিকটতম প্রতিদন্ধি বাজপাাখি প্রতীকে আজমীর পেয়েছেন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন এবং ফলাফল ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত। প্রধান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গুলবাহার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিছুর রহমান সেলিম ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী মো. আলী মুর্তুজা পাটোয়ারী,যুগ্ন আহ্বায়ক হাজী আবু তাহের মিয়াজী ও সদস্য সচিব হাজী আব্দুস সাত্তার,আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন কচুয়া থানার এসআই হাবিবুর রহমান। এসময় হাজার হাজার উৎসমূখর জনতা ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১০ ডিসেম্বর ২০২২