Home / উপজেলা সংবাদ / কচুয়ায় হলুদ ফুলে ছেয়ে গেছে সরিষা ফসলের মাঠ
হলুদ

কচুয়ায় হলুদ ফুলে ছেয়ে গেছে সরিষা ফসলের মাঠ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন মাঠে এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মাঠ জুড়ে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের আশায় কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে হাসি। যেন সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছে কচুয়া উপজেলার কৃষকরা।

উপজেলার মাঠে মাঠে ছেয়ে গেছে সরিষার ক্ষেত। চলতি মৌসুমে কচুয়া উপজেলায় উন্নত জাতের সরিষা চাষ হচ্ছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে বেশি ফলনের স্বপ্ন দেখছেন কচুয়া উপজেলার কৃষকরা। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এবারও সরিষা চাষে বেশি আগ্রহী হয়ে পড়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রত্যেক চাষি মুনাফা লাভ করবে।

কৃষকরা জানান, গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চলতি বছর সরিষা বেশি আবাদ করেছি। ভালো ফলন হলে অবশ্যই দাম পাবো বলে আশা করছেন তারা।

কচুয়া উপজেলা কৃষি অফিসার মো: সোফায়েল হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, কচুয়ায় এবছর ৩৯৬ হেক্টর সরিষা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সরিষা চাষে কৃষকদের উৎসাহ করা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সরিষা বীজ প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে এবং কৃষকরা লাভবান হবেন ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ জানুয়ারি ২০২৩