Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সর্বজনীন পেনশন বিষয়ক আলোচনা সভা
সর্বজনীন

কচুয়ায় সর্বজনীন পেনশন বিষয়ক আলোচনা সভা

দেশের সর্বস্তরের মানুষকে সুবিধা দিতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে সরকার। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে চাঁদপুরের কচুয়ায় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেতে জনসাধারনকে সম্পৃক্ত করার লক্ষে উপজেলা প্রশাসন সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশনের জন্য ৩৫টি বুথ ও সেবা কেন্দ্র চালু করেছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহসান মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, আলহাজ¦ মো. জাবের মিয়া, সনতোষ চন্দ্র সেন, দেওয়ান সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, এম আখতার হোসাইন মজুমদার, নুরে-ই আলম রিহাত, খন্দকার আরিফুজ্জামান, আলমগীর হোসেনসহ আরো অনেকে।
এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাসান, সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনি কর্মকার, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ এপ্রিল ২০২৪