Home / উপজেলা সংবাদ / কচুয়ায় শিক্ষক ও সুপার ভাইজারগনের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন
শিক্ষক

কচুয়ায় শিক্ষক ও সুপার ভাইজারগনের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুরের কচুয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রালয় চাঁদপুরের আওতায় ১২ দিন ব্যাপী শিক্ষক ও সুপারভাইজারগনের বুনিয়াদী প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

গত ৮ নভেম্বর থেকে প্রশিক্ষনটি কচুয়া উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের তৃতীয় তলায় শুরু হয়ে গতকাল শনিবার বিকেলে শেষ হয়।

প্রথম দিনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও সমাহার কচুয়া শাখার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন তালুকদারের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো সহকারি পরিচালক আবু নাজের,উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সোফায়েল হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাওকাত হোসেন সুমন।

উক্ত ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালয় উপজেলার বিভিন্ন এলাকার ৩৭ জন উপকারভোগী সদস্য অংশ গ্রহণ করেন। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চাঁদপুর আয়োজনে সমাহার (গবেষনা ও উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতায় এ বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ নভেম্বর ২০২২