Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
শাহাদাৎ বার্ষিকী

কচুয়ায় শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কচুয়ায় মহান স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

রোববার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিনের সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব মো. জাবের মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের ছেলে ও ঢাকা পুলিশ হেড কোয়াটার্সে কর্মরত ওসি মো. সালাউদ্দিন জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি পাটওয়ারী, আনোয়ার হোসেন সিকদার, তাসাদ্দেক হোসেন মোহন ও হাফিজ উল্লাহ পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ।

পরে শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মোফাজ্জল হোসেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে জীবনদানকারী শহীদ মহিব উল্লাহ দেশের ১৭৫ জন খেতাবপ্রাপ্ত বীর বিক্রমের মধ্যে একজন। তিনি কচুয়া উপজেলার সাহেদাপুর গ্রামের অধিবাসী। তৎকালীন সময়ে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনায় পাক হানাদার বাহিনীর গোলার আঘাতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজে বিএনএস পলাশে শহীদ হন তিনি। পরে তাঁকে খুলনার রূপসা নদীর তীরে সমাহিত করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ ডিসেম্বর ২০২৩