Home / উপজেলা সংবাদ / কচুয়া / প্রথমবারেই চমক দেখালেন ড. সেলিম মাহমুদ
চমক
ড. সেলিম মাহমুদ

প্রথমবারেই চমক দেখালেন ড. সেলিম মাহমুদ

সারা দেশের ন্যায় রোববার সদ্য সমাপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় ৫টি সংসদীয় আসনে নির্বাচন অুনষ্ঠিত হয়। এতে চাঁদপুর-১ আসনে সর্বোচ্চ সংখ্যাক ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ নৌকার প্রতীকে ১ লক্ষ ৫১ হাজার ৩শত ৭ ভোট পেয়ে প্রথম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন।

আরও পড়ুন…  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সংসদ সদস্য হলেন ড. সেলিম মাহমুদ

চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) নৌকা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৯শত ৯৯ ভোট। চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৮১ হাজার ১ শত ৬৬ ভোট। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪শত ৯৮ ভোট। চাঁপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম নৌকা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১শত ৮৩ ভোট। সার্বিক ফলাফলের দিক থেকে প্রথমবারের মতো সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ড. সেলিম মাহমুদ রীতিমতো চমক সৃষ্টি করেছেন এবং বর্তমান সরকারের মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন কচুয়ার সাধারন মানুষ।

এদিকে গত রবিবার (৭ জানুয়ারী) নানান ষড়যন্ত্র মোকাবেলা করে স্বত:স্ফূর্ত ভাবে ড. সেলিম মাহমুদকে নৌকা প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় কচুয়া উপজেলার সর্বস্তরের জনসাধারন, প্রশাসন, দলীয় নেতাকর্মী, মিডিয়া কর্মী, নির্বাচন পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ড. সেলিম মাহমুদ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ জানুয়ারি ২০২৪