Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা অনুষ্ঠিত
ডিগ্রি

কচুয়ায় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা প্রথম দিনে শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি রোববার থেকে সারাদেশে একযোগে শুরু হয় ডিগ্রি পরীক্ষ। প্রথম দিনে কচুয়া উপজেলার ৪টি ডিগ্রি কলেজ থেকে দুটি কেন্দ্রে ৪শ ৮৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন এবং তন্মধ্যে ২৪জন অনুপস্থিত রয়েছেন।

এছাড়া পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে ১২৩জন,কচুয়র বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে ২৭৬জন,সাচার ডিগ্রি কলেজ থেকে ৯০জন ও রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে ৬০জন পরীক্ষার্থী ডিগ্রি পাস কোর্স পরীক্ষায় অংশগ্রহন করেন।

এদিকে কচুয়া পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম মো. সোহেল রানা। এসময় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ জানুয়ারি ২০২৩