Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ঝড়-বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি
আমের

কচুয়ায় ঝড়-বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরের কচুয়ায় কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে আম বাগানের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ আমের মুুকুল ও আম ঝরে পড়ে গেছে। কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাগানে-বাগানে মাটিতে পড়ে আছে আমের মুকুল ও ছোট ছোট আম। কোনো কোনো বাগানে আম গাছের ডাল ভেঙে পড়েছে।

আম চাষীরা জানান, হঠাৎ ঝড়ে আমাদের বাড়ি কিংবা আম বাগানের আম পড়ে গেছে। বেশ কিছু গাছের ডাল ভেঙে পড়েছে। আম এখনও পরিপক্ক না হয়নি, তবে ঝড়ে তাদের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান তারা।

এদিকে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় এবার বাগানে আম ভালো ধরেছিল। ঝড়-বৃষ্টিতে আমের বেশ ক্ষতি হয়ে হচ্ছে। আমের বাগান পরিদর্শন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে জানান কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ মার্চ ২০২৩