Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মহাশ্মশানের সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
মহাশ্মশানের

কচুয়ায় মহাশ্মশানের সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরের কচুয়ার বিতারা গ্রামে সনাতন ধর্মের সার্বজনীন মহাশ্মশানের সীমানা প্রাচীরের পিলার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কে বা কাহারা ওই গ্রামের মহাশ্মশানের পিলার ভেঙ্গে দেয়।

পরদিন বৃহস্পতিবার সকালে রাজমিস্ত্রি শ্মশানের কাজ করতে গেলে সীমানা প্রাচীরের পিলার ভাঙ্গা অবস্থা দেখতে পায়। পরে সনাতন ধর্মালম্বীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলব শাস্তি করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে ওইদিন কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিতারা সার্বজনীন মহাশ্মশান কমিটির সেক্রেটারী ডা. রনজিত দে পাল, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবুলাল সরকার ও স্থানীয় পিজুষ দে সহ একাধিক লোকজন জানান, বিতারা গ্রামের হিন্দু সনাতন ধর্মের অন্যতম সার্বজনীন মহাশ্মশান এটি। প্রায় ৫০ বছর পূর্বে প্রয়াত ধর্মদাস পাল ১৪ শতাংশ ভূমি মহাশ্মশানের নামে রেজিস্ট্রি করে দেন। কিন্তু স্থানীয় সার্বজনীন মহাশ্মশানটি সীমানা প্রাচীর নির্মানে মেরামতের কাজ চলছে। শ্মশানের জমির সাথে পার্শ্ববর্তী স্থানীয় একজনের জমি নিয়ে মতবিরোধ রয়েছে। তবে যারা শ্মশানের সীমানার পিলার ভেঙ্গেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, বিতারা সার্বজনীন মহাশ্মশানের জমির পাশে স্থানীয় জনৈক এক ব্যক্তির জমি নিয়ে মতবিরোধ থাকায় বুধবার দু’পক্ষের সাথে কথা বলে সমাধান করা হয়। তবে রাতের আধারে কে বা কাহারা মহাশ্মশানের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে তা জানি না। তবে যারা এ কাজটি করেছে তা দু:খজনক।

কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, বিতারা গ্রামে সনাতন ধর্মের সার্বজনীন মহাশ্মশানের সীমানা পিলার ভেঙ্গে ফেলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ মার্চ ২০২৩