Home / জাতীয় / রাজনীতি / কক্সবাজার যাচ্ছেন খালেদা, ৮ জেলায় ব্যাপক প্রস্তুতি
কক্সবাজার যাচ্ছেন খালেদা, ৮ জেলায় ব্যাপক প্রস্তুতি
ফাইল ছবি

কক্সবাজার যাচ্ছেন খালেদা, ৮ জেলায় ব্যাপক প্রস্তুতি

মিয়ানমার সেনাবাহিনীর নির্মূল অভিযানের হাত থেকে প্রাণে বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজার যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দীর্ঘ দিন পর নেত্রীর দলীয় কাজে ঢাকার বাইরে বের হওয়াকে কাজে লাগাতে চায় বিএনপি নেতারা। তাই তারা এই উপলক্ষে সংশ্লিষ্ট জেলা ও আশপাশের জেলাগুলোতে প্রস্তুত থাকার আহবান জানিয়েছে।

সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নেতাকর্মীদের কেন্দ্রীয় থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।

এজন্য আগেই কক্সবাজারে পৌঁছে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় গুলশানের বাসবভন থেকে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন।

এ সময় তার গাড়ি বহরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। এমনটাই জানা গেছে।

সফরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবে ইলাহী শামীম জানান, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। এমনকি সাধারণ মানুষজনও উজ্জ্বীবিত।

তাছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে যান সেখানেই জনতার ঢল নামে। আমাদের এখানেও তার ব্যতিক্রম হবে না।

এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০ : ৩০ পিএম, ২৭ অক্টোবর, ২০১৭ শুক্রবার
এইউ

Leave a Reply