Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসা হলো না ফরিদগঞ্জের আরিফে’র
দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসা হলো না ফরিদগঞ্জের আরিফে’র

দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসা হলো না ফরিদগঞ্জের আরিফে’র

দেশে ফিরে বিয়ের পিঁড়িতে আর বসা হলো না ফরিদগঞ্জের আরিফে’র। গত শনিবার রাতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয় সে। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর গ্রামের গোলাপ খাঁর বাড়ীর মোশারেফ হোসেনের পুত্র আরিফ।

রোববার দুপুরে আরিফে বাড়িতে গিয়ে দেখা যায় পুরো বাড়ি চলছে শোকের মাতম। নারী পুরুষ কেউই কান্না থামাতে পারছে না।

নিহত আরিফের মা সালমা বেগম বলেন, ‘স্বামী মোশারেফ হোসেনের মৃত্যুর পর বড় ছেলে আরিফ পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৫ বছর আগে ধার-দেনা করে ওমানে পাড়ি জমায় । এর মধ্যে গত প্রায় ২ বছর আগে একবার দেশে এসে কয়েক মাস পরিবারের সাথে কাটিয়ে ফের বিদেশে চলে যায়। সেখানের গিয়ে সামান্য আয় রোজগার করে বিয়ের প্রস্তুতি নিয়ে আগামী জানুয়ারীতে বাড়িতে ফেরার কথা ছিল। সে লক্ষ্যে তার বন্ধু মানিকের কাছে বিয়ের সামগ্রী পাঠিয়েছে। কিন্তু সেই আশা পূরণ হয়নি।’

তার চাচাত ভাই মহরম বলেন, ‘আরিফের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে কাজ করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে। মা-ভাই বোনসহ সবার মুখে হাসি ফোটাবে। কিন্তু তা আর হলো না। ওমানে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্টে তরতাজা আরিফ নামের প্রাণটি অকালে ঝরে যাওয়ায় তাদের সে স্বপ্ন আর পূরণ হলো না।’

প্রসঙ্গত, গত শনিবার রাতে ওমানের বারকা শহরে নিজ কর্মস্থলে আরিফ বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।

করেসপন্ডেট