Home / শিল্প-সাহিত্য / ওগো বৃষ্টি তুমি থামো….
child care
প্রতীকী ছবি

ওগো বৃষ্টি তুমি থামো….

ওগো বৃষ্টি তুমি থামো….

বৃষ্টি তুমি অঝোড় ধারায় ঝড়ো না।
একটু থামো, তোমার ও চোখের জলে সবই ভিজে একাকার-একটু থামো।
প্রিয়া আমার রেগে আছে বৃষ্টিস্নাত,তুমি এলে-নিয়ে চলে গেলে আমায়।
ওগো বৃষ্টি তুমি অঝোড় ধারায় ঝড়ো না কো।

সেদিন ও তো এসেছিলে ক্ষণিকের তরে চলে গিয়েছিলে।আজি তোমার কি যে হলো, থামছো না।
ওগো বৃষ্টি তুমি অঝোড় ধারায় ঝড়ো না।

সেদিন ও তো আয়লা, সিডর, মহাসেনের ঘোড়ায় চেপে এসেছিলে মোর ভরা ঘরে,সেদিন ও তো ক্ষণিকক্ষণে সব এলোমেলো করে চলেগিয়েছিলে।

আজকে থামো,না হয় কিছু সময় অঝোড়ে ঝড়ো।
আর যে এ জ্বালা সইতে পারি না।

প্রিয়া মোর রাগ করে আজ মোর সাথে কবু কয় নি কথা।

ওগো বৃষ্টি আর ঝড়ো না।
শ্রাবণতো শেষই হলো,কার্তিকে কেনো দোলো!
অদিনে ধারা বুঝি প্রিয়ার মনে রাগ বাঁধালো।
ওগো বৃষ্টি এবার থামো।

লিখেছেন- রিফাত কান্তি সেন
: আপডেট, বাংলাদেশ ১১:৩০ পিএম, ২১ অক্টোবর, ২০১৭ শনিবার
ডিএইচ

Leave a Reply