এসএমএস করে যেভাবে জানবেন আপনার স্মার্টকার্ডের সর্বশেষ আপডেট

জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড দেয়া হচ্ছে বাংলাদেশের নাগরিকদের। চীপ যুক্ত এসব কার্ড অনেক এলাকায় বিতরন করা হলেও দেশের বেশিরভাগ মানুষ এখনো এ কার্ডের দেখা পায়নি।

যারা এখনো স্মার্টকার্ড পাননি তাদের মন খারাপ করার কিছু নেই। আপনি খুব সহজেই আপনার স্মার্টকার্ডের বর্তমান অবস্থা যেনে নিতে পারবেন এসএমএস করেই।

যেভাবে জানবেন আপনার স্মার্টকার্ডের অবস্থান-

এসএমএস এর মাধ্যমে:

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC স্পেস NID স্পেস ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে পাঠাতে হবে ১০৫ নাম্বারে। যেমন: SC NID 1994xxxxxxxxxxxxx লিখে সেন্ড করুন 105 নাম্বারে।

আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তারা নাম্বারের আগে জন্মসাল যোগ করে নিবেন।

আর যারা এখনো এনআইডি নাম্বার জানেন না তাদের জন্য:

SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে yyy-mm-dd ফরমেটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইটের https://services.nidw.gov.bd/voter_center লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে।

বার্তা কক্ষ

Share