কচুয়ায় ২ যুবকের আত্ম-হত্যা

কচুয়ায় পৃথকভাবে ২দিনে ২ যুবক পারিবারিক কলহের জের ধরে বিষ পানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার পৌরসভাধীন করইশ গ্রামের অধিবাসী আব্দুল হাসানাতের পুত্র তুষার আহমেদ (২১) ও পরদিন বুধবার কড়ইয়া পাটওয়ারী বাড়ির অধিবাসী কামাল পাটওয়ারীর পুত্র মো. সাব্বির পাটওয়ারী (১৯) বিষপানে আত্মহত্যা করেছে। তারা উভয়ে বন্ধু হিসেবে একই সাথে চলাফেরা করতো এবং উভয়ে আত্মহত্যার আগে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েই বিষপান করে।

জানা গেছে তুষার আহমেদ কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ও মো. সাব্বির পাটওয়ারী মনোহরপুর মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ মে ২০২৪

Share