কচুয়ায় ২০ দোকান পুড়ে ভস্মীভূত, ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে

কচুয়া উপজেলার আলীয়ারা রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩জন ব্যবসায়ীর ছোট-বড় ২০টি দোকান ও গোডাউন পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ওই বাজারের আব্দুল মান্নানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক দাবি করছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো, আব্দুল মান্নানের মুদি দোকানের মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকা, অনিল দাসের লন্ড্রী দোকানের ২ লক্ষ টাকা, ডা. সিবাস দেবনাথের ফার্মেসীর ৪ লক্ষ টাকা,গিয়াস উদ্দিন চালের আড়ৎ এর ৫ লক্ষ টাকা, চন্দ্রন বেজের মুদি দোকানে ১০ লক্ষ টাকা, কামাল প্রধানের গ্যাস সিলিন্ডার দোকানের ২ লক্ষ টাকার, ধীরু শীলের সেলুনের ২ লক্ষ টাকা, পরিমল ভৌমিকের ফার্মেসীর ৮ লক্ষ টাকা, লিটন মুদি দোকানের ৩ লক্ষ টাকা, কামালের চায়ের দোকানের ১ লক্ষ টাকা, সাহেব আলীর ২ লক্ষ, রজ্জব আলীর ২ লক্ষ ও ডা. বিশ^নাথ বসুর গোডাউনের মালামাল পুড়ে ২ লক্ষ টাকাসহ ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। স্থানীয়রা জানান, অল্পের জন্য আলীয়ারা রাজবাড়ী বাজারের জামে মসজিদসহ অসংখ্যা দোকানপাট রক্ষা পেয়েছে। আগুন নেভাতে গিয়ে দোকান মালিকসহ স্থানীয় ৫ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা প্রায় ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসান এহসান মুরাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের আশ^াস দেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ মে ২০২৪

Share