চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে মিশন রোডস্থ রেলগেট সংলগ্ন নিউ ট্রাক রোডের মের্সাস মুন ফ্যাশনে প্রধান অতিথি হিসেবেফিতা কেটে এজেন্ট ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো.রফিকুল ইসলাম খান।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রিজিওনাল হেড তানভীর আহম্মেদ।
অবসরপ্রাপ্ত জেলা সমবায় অফিসার আব্দুল মান্নান মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ডাচ-বাংলা ব্যাংকের চাঁদপুর এরিয়া ম্যানেজার মো.সাখাওয়াত হোসেন।
সন্ধ্যানী লাইফ ইন্সরেন্সের ম্যানেজার খোরশেদ আলম জিকুর পরিচালানয় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রশিক্ষক শামীম ফারুকী, চাঁদপুর ডাচ-বাংলা ব্যাংকের মাষ্টার এজেন্ট মো.সাইফুল ইসলাম গাজী, ডাচ বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার মো.রতন কবির মৃধা, আউটলেট শাখার ব্যবস্থাপক মো.মানিক খান, সন্ধ্যানী লাইফ ইন্সরেন্সের হিসাব ইনচার্জ কাউছার আহমেদ প্রমুখ।
সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ সাইফুল ইসলাম।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur