এক মুঠো উষ্ণতায় কেঁপে ওঠে

শরীরের জমাট তুষার
হাত পা অধর গ্রীবা, ঝুলন্ত ব্রীজের মতো কেঁটে ওঠে
চায় উষ্ণতা।

পাহাড়ের তলদেশ বেয়ে উপলের আঘাতে
গড়িয়ে দেখা পায় জলপ্রপাত।
মিশে যায় এপার-ওপার।

শশীর আলোর কেশগুচ্ছের আড়ালে উঁকি দেয়-
সফেদ চিরুনি আড়াআড়ি ছুটে
ঢাকে অবয়ব, ডান হাতে পঞ্চপাপড়ি
মুঠোয় ধরে চিবুক।

একটু আদর সোহাগে ভরে উঠে।
গভীর রজনীর ফাঁকি দিয়ে-
বদ্ধ দরজায় কড়া নাড়ে, হঠাৎ রবির উষ্ণতা।
এক মুঠো ভালোবাসায় গলে যায়-
জনপদের বেবাক ভাবনায়।

কিরণের আলোয় নৈসর্গিক বিধানে
কেঁপে উঠে হিরন্ময়।

তুষার শীতল প্রভাতে
বারবার চায় একটু আধটু উষ্ণতা।

About The Author

কবি- শাহমুব জুয়েল

: আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ পিএম, ২০ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ

Share