Home / চাঁদপুর / ১ মার্চ শুরু হচ্ছে উপজেলা পর্যায়ের বিতর্ক উৎসব
Chandpur-Times

১ মার্চ শুরু হচ্ছে উপজেলা পর্যায়ের বিতর্ক উৎসব

চাঁদপুর সদরের ৪৩ টি স্কুলের সততা সংঘের উদ্যোগে  ১৫ তারিখ থেকেই  স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । চাঁদপুর সদর  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নির্দেশিত  বিতর্ক প্রতিযোগিতা শেষ হয় ৩০ জানুয়ারি ।

আন্ত : ক্লাশওযারী এ প্রতিযোগিতায় প্রতিটি মাধ্যমিক স্কুল থেকে  দুর্নীতি  বিরোধী জাতীয় বিতর্ক উৎসব ২০২০ ।

এর আলোকে ১ মার্চ থেকে চাঁদপুর সদরে উপজেলা পর্যায়ের বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে । এতে ৪৩ টি স্কুল চাঁদপুর সদরে প্রতিযোগিতায় অংশ নেবে । ১২ মার্চ পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।

  বিতর্ক প্রতিযোগিতা  বিষয় হল : ‘ দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য ।’

স্কুল থেকে একটি করে দল এ প্রতিযোগিতায় অংশ নেবে । পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে ।
১ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ‘ উপজেলা পর্যায়ে ’ বিতর্ক অনুষ্ঠিত হবে । বিষয় :‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য।’

১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ‘জেলা পর্যায়ে ’ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । বিষয়: ‘ অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।’

২২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ‘বিভাগীয় পর্যায়ে’ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বিষয় :‘তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে।’

জাতীয় পর্যায়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে ২৮ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত । বিষয় :‘ প্রতিরোধ নয়,দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।’

৭ম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সেরা ৩ জনের সমন্বয়ে গঠন করতে হবে দল। ৩০ জানুয়ারি ২০২০ উপজেলা পরিষদ, চাঁদপুরে বেলা আড়াই টায় নগদ ৪ হাজার ৫ শ টাকা প্রদান করা হবে। প্রচলিত প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত সদস্য এবং প্রধান শিক্ষকের উপস্থিতিতে সম্পন্ন হতে হবে ।

প্রত্যেক তার্কিককে ২৫ নম্বরের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এর মধ্যে রয়েছে তথ্য ও তত্ত্ব উপস্থাপনা ৯ নম্বর,যুক্তি প্রয়োগ ও খন্ডন ৬ নম্বর, উপস্থাপনা ও বাচনভঙ্গি ৫ নম্বর এবং সময় ব্যবস্থাপনা ও উচ্চারণ ৫ নম্বর ।

এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় কমপক্ষে পাঁচটি ছবি সংরক্ষণ করতে হবে যা পরবর্তী নির্দেশনা মোতাবেক প্রদান করতে হবে ।

আবদুল গনি, ৩১ জানিুয়ারি ২০২০