Home / চাঁদপুর / মানব কল্যাণে মানবতার দেয়াল
মানবতার দেয়াল

মানব কল্যাণে মানবতার দেয়াল

চাঁদপুর শহরের বিভিন্নস্থানে হত দ্ররিদ্র ও ভবঘুরে মানুষের জন্য মানব কল্যাণে মানবতার দেয়াল স্থাপন করেছে সমাজসেবী মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো।

প্রায় বছর খানেক পূর্বে চাঁদপুর শহরের কালী বাড়ি শপথ চত্বর এলাকায় পুলিশ বক্সে জেলার মধ্যে প্রথম এমন দেয়াল স্থাপন করা হয়। তারপর থেকে চাঁদপুরের বিভিন্ন স্থানে এসব দেয়াল চোখে পড়ে।

তেমনি একটি উন্নতমানের মানবতার দেয়াল চোখে পড়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বাউন্ডারি দেয়ালে। শহরের অন্যান্য মানবতার দেয়ালগুলো খোলা অবস্থায় পড়ে থাকলেও এই দেয়ালটি একটু ভিন্ন রকম । এটিকে গ্লাস দিয়ে নির্মাণ করা হয়েছে । যাতে সড়কের ধুলো-বালি পোষাকে গিয়ে না পড়ে।

মানবতার এসব দেয়ালে বিত্তবান কিংবা দানশীল ব্যক্তিরা ওই দেয়ালে পুরনো অথবা নতুন বিভিন্ন পোষাক টানিয়ে রাখেন। আর সেই দেয়াল থেকে গরীব,  অসহায়, পথশিশু কিংবা ভবঘুরে মানুষরা যার, যার প্রয়োজন মতো পোষাক নিয়ে নেন।

বেঁচে থাকুক মানবতা ও মানবসেবা। জয় হোক সাদা মন এবং সমাজসেবীদের।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৩১ জানুয়ারি ২০২০