Home / চাঁদপুর / ‘আওয়ামী লীগ বিএনপিকেই নয় দেশের জনগণকেও ভয় পায়’
বিএনপিকে

‘আওয়ামী লীগ বিএনপিকেই নয় দেশের জনগণকেও ভয় পায়’

চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাক মিয়া বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। তাই তাই বিএনপির নেতাকর্মীদের মিথ্যা, গায়েবী মামলা দিয়ে দমিয়ে রাখতে চায়। শুধু তাই নয়, আওয়ামী লীগ এতোটাই দৈন্যদশায় রয়েছে যে, তারা মূলত বিএনপিকে নয় এদেশের জনগণকে ভয় পায়। তাই পুলিশ দিয়ে জনগণের ভোট দেয়।

৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে মতলব দক্ষিন উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন। মোস্তাক মিয়া বলেন, আমরা যারা জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করি, তাদের রাজনীতিক আদর্শের প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব আস্থাশীল হয়ে রাজনীতি করি। বর্তমানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই জালিম সরকার কারারুদ্ধ করে রেখেছে। অচিরেই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। সে জন্যে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

তিনি আরো বলেন, আজকে এই আয়োজনটি মতলবে হবার কথা ছিলো। কিন্তু এই সরকারে হামলা, মামলা কারনে আমরা করতে পারিনি। সারা দেশেই এই অবস্থা চলছে।

সম্মেলনে মতলব (দঃ) উপজেলা বিএনপির সভাপতি মোঃ এমদাদ হোসেন খানের সভাপ্রধানে ও সাধারন সম্পাদক এমরান হোসেন মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মোঃ জালাল উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড.সলিম উল্ল্যাহ সেলিম।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মতলব উত্তর বিএনপির সাধারন সম্পাদক নুরুল হক জিতু, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব (দঃ) উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম সাগর,মতলব পৌর বিএনপির সহ সভাপতি জাকির হোসেন প্রধান,মতলব (দঃ) থানা বিএনপির সহ সভাপতি মনির হোসেন,নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া,নায়ের গাও ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন বেপারী, উপাদী ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান,৩নং খাদেরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই,  ৫নং ওয়ার্ড সভাপতি শাহজাহান সাগর,সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুবু আনোয়ার বাবলু,দেওয়ান মোঃ সফিকুজ্জামান,সেলিমুছ সালাম,ফেরদৌস আলম বাবু, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃইউনূছ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড.জহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এড.জাহাঙ্গীর হোসেন খান, হাইমচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম সফিক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।

মতলব পৌর বিএনপির সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মতলব পৌর বিএনপির সাধারন সম্পাদক ডাঃ শোয়েব আহমেদ।

আশিক বিন রহিম