Home / উপজেলা সংবাদ / ‘উন্নয়নের রোল মডেল ডা. দীপু মনি’
‘উন্নয়নের রোল মডেল ডা. দীপু মনি’

‘উন্নয়নের রোল মডেল ডা. দীপু মনি’

বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) | আপডেট: ০৯:০৮ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০১৫, সোমবার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “উন্নয়নের রোল মডেল ডা. দীপু মনি। স্বাধীনতা পরবর্তী সব সরকারের উন্নয়নকে ছাড়িয়ে গেছেন আমাদের অভিভাবক ডা. দীপু মনি এমপি। হাইমচরবাসীর ভিটামাটি রক্ষাকরণসহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। হাইমচরের প্রত্যেকটি মানুষ ডা. দীপু মনির উন্নয়নের সুফল পাচ্ছেন। এছাড়াও ডা. দীপু মনির উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌছে দিতে হাইমচর উপজেলা আ’লীগ ডা. দীপু মনির সৈনিক হিসেবে কাজ করছে। এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষীমহল হাইমচর উপজেলা আ’লীগের শক্তিশালী সংগঠনকে দুর্বল করার ষড়যন্ত্রে দু’একজন নেতাকে দিয়ে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করছে। এরা ব্যক্তিগতভাবে ডা. দীপু মনির উন্নয়নের সুফল ভোগ করলেও দলের এবং এমপির ভাবমূর্তি ক্ষুণœ করার ষঢ়যন্ত্রে লিপ্ত।’’

উপজেলা চেয়ারম্যান নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘‘হাইমচর উপজেলা আ’লীগ সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী হিসাবে আতœপ্রকাশ করেছে দলে নেতৃত্বের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, এখানে প্রতিযোগিতা থাকেবে, তবে প্রতিহিংসা নয়। আসন্ন উপজেলা সম্মেলনে যোগ্য নেতৃত্বের পরীক্ষা হবে, যারা দলের জন্য নিবেদিত তারাই নেতৃত্বে আসীন হবেন। তৃণমূল নেতা কর্মীরা যোগ্য নেতা নির্বাচিত করতে ভুল করবে না।’’

১০ আগস্ট সোমবার সকাল ১০টায় নীলকমল ওচমানীয়া উচ্চ বিদ্যালয়ে আলগী দক্ষিণ ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় ইউনিয়ন আ’লীগ সভাপতি আহমদ রাজা পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলি আহমেদ দেওয়ানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ লোকমান হোসেন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ বাশার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জিএম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মজিবুর রহমান বেপারী, প্রচার সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুনচুর আহমেদ পাটওয়ারী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ফখরুদ্দিন আলি আলি আহমেদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, কামরুল হাসান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহ-সভাপতি কাউসার মিয়াজি, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মজিবুর রহমান বেপারী, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক মাকছুদ আলম খান, আ’লীগ নেতা ও যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, সাবেক ছাত্রলীগ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ফখরুদ্দিন আলী আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বেপারী, ৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ মিন্টু পাটওয়ারী, ৮নং ওয়ার্ড রহিম মল্লিক প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাউসার মিয়াজি, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপটতি হুমায়ুন কবির পাটওয়ারী, সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া, সম্মেলন কমিটির সদস্য শাহাদাত সরকার, সদস্য দেলোয়ার হোসেন বেপারী, সদস্য মশিউর রহমান স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ডাক্তার হাফেজ আহমেদ, আ’লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শামসুল আরেফিন বাবলু পাটওয়ারী,সম্মেলন কমিটির সদস্য মাকছুদ আলম খান, ১নং গাজিপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি হাবিবুর রহমান গাজিসহ উত্তর ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫