Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / উন্নয়নের একমাত্র মাধ্যম হলো সঠিক রাজনীতি : ডা. দীপু মনি এমপি
উন্নয়নের একমাত্র মাধ্যম হলো সঠিক রাজনীতি : ডা. দীপু মনি এমপি

উন্নয়নের একমাত্র মাধ্যম হলো সঠিক রাজনীতি : ডা. দীপু মনি এমপি

‎Monday, ‎May ‎04, ‎2015  09:00:12 PM

শরীফুল ইসলাম :

আউশ প্রণোদনা উপলক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে মোট ১শ’ ৯০ জন কৃষকের হাতে সার ও বীজ উপকরন তুলে দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, বর্তমানে দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি বেড়ে চলছে, ঠিক সেভাবে কৃষি জমিও কমে আসছে। তাই কৃষি ভূমি রক্ষা করতে সকলের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বর্তমান সরকার কৃষিবান্ধব থাকায় সময় মত কৃষকরা উপকরণ পাচ্ছে। কৃষকদের যদি সময়মত সার ও বীজ না দেওয়া হয়, তাহলে তারা চাষ করতে কষ্টদায়ক হয়ে উঠবে। সরকারের সহযোগিতায় এখন দেশে কৃষকরা বাম্পার ফলন করছে। আপনারা আজ সময়মত উপকরণ পাচ্ছেন বলে সুন্দর ফসল ঘরে তুলছেন।

তিনি আরো বলেন, খাদ্যে সস্পূর্ণ থাকলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। সরকার ১০ টাকায় কৃষকদের ব্যাংক একাউন্ট খুলে দিয়ে বিশ্বে চমক দেখিছেন। আর এসব উন্নয়নের একমাত্র মাধ্যম হলো সঠিক রাজনীতি। আপনাদেরকে সঠিক রাজনীতি সম্পর্কে জানতে হবে। যে রাজনীতি কৃষকবান্ধব মানুষের পাশে দাঁড়ায় ঠিক সেই রাজনীতি আপনদের করতে হবে। কৃষকদের সাফল্য অগ্রযাত্রা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, ডা. জেআর ওয়াদুদ টিপু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সহকারী ভূমি কমিশনার মো. আরশাদ, সদর উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আলী আরশাদ মিয়াজী, বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, রাজরাজেস্বর ইউনিয়নের চেয়ারম্যান আবুল প্রধানীয়া, ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান কাশেম খান, আওয়ামী রাজনীতিবিদ আজিজ খান বাদল, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার দিলাতিয়া পারভীন।

এমআরআর/এসআই/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :

https://www.facebook.com/chandpurtimesonline/likes