Home / চাঁদপুর / চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও সমাবেশ
ঈদে

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও সমাবেশ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলার উদ্যোগে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর মুঙ্গলবার সকালে চাঁদপুর হাছান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী।

তিনি বলেন, ‘আহলে সুন্নাত ওয়াল জামা’আত কোরআন-হাদিসের বাহিরে কোন কথা বলে না। আমাদের নবী আমাদের জন্য রহমত। আল্লাহর নিদের্শ পালন করা আমাদের জন্য ফরজ। এ জন্য আল্লাহর রহমত নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করি। আমাদের দেশে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানের জন্মদিন পালন করা হয়। যারা নবীর জন্মদিন পালনে বিবুদ্ধে করে তারা ইসলামের বেইমান। জসনে জুলুশে মানে আনন্দময় শোভাযাত্রা। রাসুলে পাকের শুভাগমন উপলক্ষে করে আল্লাহর নির্দেশে খুশি উদযাপন করি। সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নবীর আগমনে খুশি উদযাপন করা।’

তিনি বলেন, ‘পৃথিবীতে অন্য কোন ধর্মের প্রতিষ্ঠাতা মানবতার শিক্ষা দেননি। আমাদের নবীজী মানবতার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যারা অন্য ধর্মের মানুষের উপর আঘাত করবে তাদের কেয়ামতের দিন নবীজি সুপারিস করবেন না। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, তাদের ধর্মীয় পূজা-আর্চনা করবে। অন্য কোন ধর্মের মানুষের হৃদয়ে আঘত করার অধিকার ইসলাম কাউকে দেয়নাই।’

তিনি আরো বলেন, ‘একজন প্রতিমন্ত্রী ইসলামকে বাংলাদেশের সংবিধান থেকে সরিয়ে দিতে চায়। এই ধরনের লোক আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তাদের দল থেকে বের করে দেয়া হোক। কোআনের সাথে যারা বেয়াদবি করছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন করে ব্যবস্থা নিতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলার সভাপতি পীরজাদা মাও. নাজমুল হক আখন্দ। জশনে জুলুছে প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি আবুল হাসেম শাহ মিয়াজির পরিচালনায় বক্তব্য রাখেন,
চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব ড. এসএম হুজরাত উল্লাহ, গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা আরিফুর রহমান তাহেরী, প্রস্তুতি কমিটির আহবায়ক খাজা জোবায়ের, হাজীগঞ্জ ঘনিয়া দরবার শরীফের পীর সাহেব মাও. বাকী বিল্লাহ, মাও. হাসানুর রহমান হোসাইনী, মাও. জাকির হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ আলী, মাও. আবুবকর ছিদ্দিক, প্রফেসর আনিসুর রহমান।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ অক্টোবর ২০২১