Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর চান্দ্রা থেকে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
ইয়াবাসহ যুবলীগ

চাঁদপুর চান্দ্রা থেকে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা মোঃ জহির মিজি (৩৪) কে আটক করা হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম দক্ষিণ বালিয়া গ্রামস্থ লিটন শেখের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এ,কে,এম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন দক্ষিণ বালিয়া গ্রামস্থ লিটন শেখের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ জহির মিজি (৩৪) পিতা- মোঃ মোক্তার আহম্মদ মিজিকে তার নিজ দেহ তল্লাশী করে ৪২০পিস ইয়াবাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামী বিকাশ ব্যবসার আড়ালে গোপনে দীর্ঘদিন যাবৎ মাদকব্যবসা চালিয়ে যাচ্ছিছিলো।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩,

আটক জহির মিজি জানান আমাকে সুপরিকল্পিতভাবে মাদক বিক্রেতা একটি মহল আমাকে ফাঁসিয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি এবিসয়ে অধিকতর তদন্তের মাধ্যমে সঠিক ব্যাক্তিকে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি শুনেছি সে সকালে মাদকসহ আটক হয়েছে সে যুবলীগ করে যুবলীগের আহবায়ক কমিটিতে রয়েছে তবে সে কোন পদে রয়েছে তা আমার জানা নেই তাকে মাদক সহ আটকের পর বিষয়টি আমাকে দারোগা জানিয়েছেন আমি শুনে বলেছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৫ ডিসেম্বর ২০২০