চাঁদপুর শহরের তালতলা এলাকা থেকে শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ১শ’ পিচ ইয়াবাসহ মো.জুয়েল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
তালতলা এলাকার রহমান টাওয়ারের সামনে টহলরত কমিউনিটি পুলিশিং সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়।
আটক জুয়েল নোয়াখালী জেলার সুধারাম থানার মো.আলীর ছেলে। সে বর্তমানে শহরের ব্যাংক কলোনী এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়,শনিবার ভোরে কমিউনিটি পুলিশিং এর সহায়তায় ১শ’ পিচ ইয়াবাসহ চাঁদপুর মডেল থানার এস আই প্রহলদ রায় সঙ্গীয় সদস্যরা জুয়েলকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক জুয়েলের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার নং-২।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৩৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur