Home / চাঁদপুর / ইসলাম সম্পের্কে সকল ছাত্র-ছাত্রীকে জানতে হবে : শামসুন্নাহার
শামসুন্নাহার

ইসলাম সম্পের্কে সকল ছাত্র-ছাত্রীকে জানতে হবে : শামসুন্নাহার

‘ইসলাম সম্পের্কে সকল ছাত্র-ছাত্রীকে জানতে হবে। তোমরা যা বুঝ সেই আসল সত্যটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যারা মাদ্রাসায় পড়ালেখা করছো তাদের বুঝতে হবে ইসলাম মানুষ হত্যা করতে বলে নাই। তাই প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে হবে।’

রোববার (৭ আগস্ট) সকাল ১১ টায় চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে ‘দেশবাসী দিচ্ছে ডাক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক’ এ স্লোগানে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার এসব কথা বলেন।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাও. হাবিবুল্লাহর পরিচালনায় পুলিশ সুপার আরো বলেন, ‘যারা ঈদে নামাজরত অবস্থায় মানুষ হত্যা করতে যায়, তারা মুসলমান হতে পারে না। তারা ইসলামের নামে শত্রু। সারাবিশ্বে মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্য, ইসলামের নামে মানুষ হত্যা করছে। শুধু তাই নয় দেশের উন্নয়ন, অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এই চক্রান্ত। সরকার প্রশাসন জঙ্গিবাদ, সন্ত্রাস বিরুদ্ধে কাজ করছে। খুব শীঘ্রই এই অপশক্তি ধ্বংস হবে।’

এসময় উপস্থিত ছিলেন, জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাও. আবু জাফর মো. মাইনুদ্দিন, জামিয়াতুল মোদারেছীনের চাঁদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মো. জিয়াউদ্দিন খন্দকার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ।

আলোচনা শেষে বিষ্ণুদী মাদ্রসার শেখ রাসেল ডিজিটাল বোর্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৭ আগস্ট ২০১৬

Leave a Reply