Home / চাঁদপুর / চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের খাদ্য সামগ্রী বিতরণ
ইসলামী যুব আন্দোলনের

চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের খাদ্য সামগ্রী বিতরণ

চাঁদপুরেও অসহায় পরিবারের মাঝে ইসলামী যুব আন্দোলন খাদ্য সামগ্রী (ত্রাণ) বিতরণ করেছে। ৩০ মার্চ সোমবার সকালে ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তায় এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারী কে.এম ইয়াসিন রাশেদসানী, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা হেলাল আহমাদ।

ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সৌজন্যে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ২ টি সাবান, ১ কেজি লবন, ১ টি মাক্স সহ একটি ফুট পেকেজ ব্যাগ তৈরি করা হয়।

শতাধিক অসহায় অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দেন ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ কার্যক্রমে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাই’র আহবানে চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাড়িতে থাকা অসহায় অসচ্ছল পরিবারের মাঝে সহায়তার জন্য আমরা এগিয়ে এসেছি।

তারা বলেন, পীর সাহেব চরমোনাই বলেছেন দুর্যোগ ও মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। সামর্থ্যবান প্রত্যেককে অসহায় মানুষের পাশে এসে দাড়াতে হবে। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট দুর্দশা কিছুটা হলেও কমিয়ে আনতে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় অসহায় মানুষের পাশে এসে দাঁড়াই তাহলে সমাজে কোন অসঙ্গতি থাকবেনা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন এর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান, অর্থ সম্পাদক এইচ,এম নিজাম উদ্দিন, শিল্প ও বানিজ্য সম্পাদক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সদর উপজেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, ইউনিয়ন যুব সভাপতি মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ৩০ মার্চ ২০২০