Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ইভিএমে হবে মতলব পৌর নির্বাচন,ভোটার ও প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ
ইভিএমে হবে, সকল জল্পনা-কল্পনার

ইভিএমে হবে মতলব পৌর নির্বাচন,ভোটার ও প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ৫ম ধাপে চাঁদপুরের মতলব পৌরসভার তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর। মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার আবু জাহের ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তফসিল ঘোষণ্ অনুযায়ী আগামি ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্রে আরোও জানা যায়, ভোটের দিন ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

মতলব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হবে। এ পৌরসভায় ভোটার সংখ্যা ৪৮ হাজার ৩৩৯ জন। ভোট কেন্দ্র ২২টি। নির্বাচনের তফসিল ঘোষণা করায় ভোটার ও প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।

প্রতিবেদক:মাহ্ফুজ মল্লিক,১৯ জানুয়ারি ২০২১