Home / সারাদেশ / কুমিল্লায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
কুমিল্লার সদর দক্ষিণ, কুমিল্লার সদর দক্ষিণ

কুমিল্লায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অসহায়, গরীব দুঃস্থ্য ও ছিন্নমূল জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনবাহিনী।

১৯ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেনা মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৩০০ জনকে এই সেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সানানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ৩৮ সদস্য। এই মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে দেন অধিনায়ক লেফ্টেনান্ট কর্নেল শাহ্পার আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক মেজর এইচ এম সাকিব রহমান খান, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন জান্নাতুন নাঈম, ক্যাপ্টেন ফাইজা সোলাইমান, ক্যাপ্টেন মিনা আসিফ কবির, লেফ্টেনান্ট আব্দুস সোবহান ও অন্যান্য সদস্যরা।

চিকিৎসা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও লায়ন্স ক্লাব অব কুমিল্লা গ্রেটার বি-থ্রি এর উদ্যোগে সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডা. কাইয়ূম, ডা. আনিছুর রহমান ও ডা. মেহেদী হাসান।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১৯ জানুয়ারি ২০২১