Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ইত্তেহাজুল হুফফাজ সংগঠন এর উদ্যোগে হিফযুল কোরআন প্রতিযোগিতা
haji

হাজীগঞ্জে ইত্তেহাজুল হুফফাজ সংগঠন এর উদ্যোগে হিফযুল কোরআন প্রতিযোগিতা

হাজীগঞ্জে ১৯ ফেব্রুয়ারি ইত্তেহাজুল হুফফাজ এর উদ্যোগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে দিনব্যাপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চাঁদপুর জেলার বিভিন্ন হেফজ মাদ্রাসা হতে ৩শ’রও বেশি ছাত্র অংশ গ্রহণ করে।

যারা ৪টি বিভাগে প্রতিযোগিতা করেন বিভাগ গুলো হলো : ১ম পারা থেকে ৫ম পারা ,৬ষ্ঠ থেকে ১০ম পারা,১১ তম পারা থেকে ২০তম পারা,২১ তম পারা থেকে ৩০তম পারার মাধ্যমে বিভাগগুলো সমন্বয় করা হয় ।

পরবর্তী ১ম পারা হতে ৫ম পারা প্রতিযোগি হতে ১ম স্থান হতে ১০ তম ৬ষ্ঠ পারা হতে ১০ম পারায় ১ম স্থান হতে ১০ তম ১১ পারা হতে ২০ পারা ১ম স্থান হতে ৭তম এবং ২১ পারা হতে ৩০ পারা ১ম হতে ৫ম প্রতিযোগিদের হাতে পুরষ্কার প্রদান করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী ও হাজীগঞ্জ মডেল হসপিটালের চেয়ারম্যান ড.আলমগীর কবির পাটওয়ারী ।

বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ,ঐতিহাসিক বড় মসজিদের সম্মানিত খতিব আব্দুর রউফ মমিন পুর মাদ্রাসার সম্মানিত মোহতামিম, মডেল হসফিটালের কো-চেয়ারম্যান ব্যারিস্টার শাহরিয়ার আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোহতামিমগণ।

প্রধান অথিতি তার বক্তব্যের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন,‘এ প্রতিযোগিতা দুনিয়া ও আখেরাতের খোরাক আর চাঁদপুর জেলার যদি কোনো হাফেজ আন্তর্জাতিক পর্যায়ে ১ম স্থান হওয়ার গৌরব অর্জন করেন তাহলে তাকে তিনি ৩ লাখ টাকা , ২য় স্থান অর্জন করেন তাকে ২ লাখ টাকা এবং পুরষ্কৃত ৩য় স্থান অর্জন কারিকে ১ লাখ টাকা পুরষ্কারের ঘোষণা প্রদান করেন।’

পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে বার্ষিক প্রতিযোগিতার সভাপতি সমাপ্ত ঘোষণা করেন ।

২০ ফেব্রূয়ারি ২০২৩
এজি