Home / শীর্ষ সংবাদ / হাইমচরে ৪ ইউপিতে বিজয়ী হলেন যারা
ইউপিতে
হাইমচরে নৌকা ২ স্বতন্ত্র ২ প্রার্থী জয়ী

হাইমচরে ৪ ইউপিতে বিজয়ী হলেন যারা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বুধবার হাইমচর উপজেলার চার ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও কুয়াশার মধ্যে তার অনেক আগে থেকেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে পড়েন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বেড়ে যায়। আলগী উত্তরে বাজাপ্তী স্কুল কেন্দ্র, জামিলয়ে মহিলা দাখিল মাদ্রাসা, হাইমচর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ৪ টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ভোট প্রদান করেন।

নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১ জন নৌকার সমর্থকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া আলগী উত্তর ইউনিয়নে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ২নং ওয়ার্ডের জামিলায়ে মহিলা মাদ্রাসায় দুই মেম্বার প্রার্থীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার হয়েছে। এতে নির্বাচন সাময়িকী বন্ধ থাকার পর পুনরায় চালু হয়।

৩নং ওয়ার্ডে ব্যালেট আগাম সীল থাকার অভিযোগ করে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম খান ও হাবিবুর রহমান বেগ।

হাইমচর উপজেলার চার ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী ২ জন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ২ জন নির্বাচিত হয়েছেন।

উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের ৩য় বারের স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে সরদার আবদুল জলিল মাষ্টার ৪৬১৯ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান আনারস প্রতিকে ১০১৬৬ ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রতিক নিয়ে সাহাউদ্দিন টিটু হাওলাদার ৫৪৫০ ভোট পেয়েছে।

৫ নং হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান জুলফিকার আলী জুলহাস সরকার ১২৫২ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নাঈম সরকার ১২১১ ভোট পেয়েছে। হাইমচর ইউনিয়ন থেকে নৌকার মনোনীত প্রার্থী ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৪ নং নীলকমল ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সউদ আল নাসের আনারস প্রতিক নিয়ে ৫৩০৮ ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক মোঃ সালাউদ্দিন সরদার ২৯৯৪ ভোট পেয়েছে। সউদ আল নাসের আনারস প্রতিক ২৩১৪ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছে।

২ নং আলগী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতিক পাটওয়ারী। আতিকুর রহমান পাটওয়ারীর প্রাপ্ত ভোট ৬৯০৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী ঘোড়া প্রতীক মাকসুদ আলম খান পেয়েছেন ৪৩৫৬ ভোট, হাবিবুর রহমান বেগ বিদ্রোহী মটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৯৮১। আতিক পাটওয়ারী ২৫১১ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৫ জানুয়ারি ২০২২