Home / আন্তর্জাতিক / প্রবাস / `প্রবাসীরাই হচ্ছেন দেশের গোল্ডেন বয়’
Nurul Islam

`প্রবাসীরাই হচ্ছেন দেশের গোল্ডেন বয়’

প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রবাসীদের পরিবারকে পাহাড়া দেয়ার দায়িত্ব সরকারের। প্রবাসীরা হচ্ছেন দেশের গোল্ডেন বয়। কারণ আপনাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রবাসীরাই হচ্ছেন দেশের গোল্ডেন বয়।

সোমবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৩ টায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার মহ: শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শ্রমকাউন্সিলর মো: সায়েদুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী নুরুল ইসলাম বিএসসি বলেন, প্রবাসীদের কল্যাণে প্রবাসী ব্যাংক চালু করা হয়েছে। এ ব্যাংকের মাধ্যমে যারা বিদেশ গমন করতে চান তাদের লোনের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যবস্থা রয়েছে; যাতে স্বল্প খরচে বিদেশ গমন করতে পারেন। তিনি বলেন, প্রবাসীদের ছেলেমেয়ে যাতে স্বল্প খরচে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও করেছেন আমাদের প্রধানমন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের দেশে স্বল্প খরচে বাড়ি নির্মাণের জন্য প্রতিটি জেলায় জেলায় প্লটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে ইউনিফরম পরিহিত টিম থাকবে। কোনো সমস্যা হলে তাদের আপনাদের অভিযোগের কথা বলবেন।

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে আমার মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা। কোনো অভিযোগ থাকলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেশন হবে না এবং মালয়েশিয়ার শ্রম বাজারে সব এজেন্সিই কাজ করতে পারে, এমন প্রপোজাল মঙ্গলবার ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা হবে। ৫৬ এজেন্সির যে কথা উঠেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।

হাইকমিশনার মহ: শহীদুল ইসলাম তার বক্তব্য বলেন, দূতাবাস সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সারাবিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখার দায়িত্ব যেমন সরকারের, তেমনি অন্য সবারও।

হাইকমিশনার বলেন, বাংলাদেশিরা মালয়েশিয়ায় কর্মরত অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় এ দেশের আইন কানুন, নিয়ম, শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে আলাদা অবস্থান তৈরি করেছে। এটি মালয়েশিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার সবাই বিশ্বাস করে।

তিনি বলেন, সকল প্রবাসীদের সম্পদের সুরক্ষা ও নানাবিধ অসুবিধা দূরীকরনে শেখ হাসিনার সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বলেন মঙ্গলবার সকাল ১০টায় দুদেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্টিত হবে । এ বৈঠকে স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বাংলাদেশের শ্রমবাজার ও আমাদের শ্রমিকদের সমস্যা-সম্ভাবনা নিয়ে ও আলোচনা হবে বলে হাইকমিশনার তার বক্তব্য বলেন।

অনুষ্টানে বক্তব্য রাখেন, বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা ও বৈদেশিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মনিরাসসালেহীন।

এসময় উপস্থিত ছিলেন, ডিপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, মিনিষ্টার পলিটিক্যাল মো: রইছ হাসান সারোয়ার,ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর মো: হুমায়ূন কবির, প্রথম সচিব শ্রম মো: হেদায়েতুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা শাখার উইং প্রধান মো: মশিউর রহমান তালুকদার, কমার্শিয়াল উইং প্রধান মো: রাজিবুল আহসান, ফার্ষ্টসেক্রেটারি মো:মাসুদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া অনুষ্টানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামাল, সহ-সভাপতি আব্দুল করিম, উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, যুগ্ন-সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সাবেক আহবায়ক এম রেজাউল করিম রেজা, মালয়েশিয়া আওয়ামী নেতা ওয়াহিদুর রহমান ওহিদ, আওয়ামী নেতা রাশেদ বাদল,

আওয়ামী নেতা কবি আলমগীর হোসেন (ব্লাক), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, মালয়েশিয়া আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক এ কামাল হোসেন চৌধূরী, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকীর আহমদ, মো: জহিরুল ইসলাম জহির, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হোসেন, সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিম, মো: সাইদুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সোহাগ সরকার,

মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন সহ কমিউনিটির শতাধিক নেতৃবৃন্দ।

প্রতিবেদক- বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া
২৫ সেপ্টেম্বর, ২০১৮