Home / চাঁদপুর / চাঁদপুরে হাতকড়াসহ পালিয়েছে আসামি
আসামি
প্রতীকী ছবি

চাঁদপুরে হাতকড়াসহ পালিয়েছে আসামি

চাঁদপুরে রেলওয়ে নিরাপত্তা কর্মীদের কাছ থেকে হাতকড়াসহ পালিয়েছে আসামি। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার। তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে রোববার শহরের কাঁচ্চা কলোনির মনির গাজী ও মোহন গাজীকে আটক করা হয়। তাদের মধ্যে মোহন পালিয়ে গেছেন। মনির ও মোহনের বিরুদ্ধে রেলের মালামাল চুরির অভিযোগ রয়েছে।

লিখিত অভিযোগের বরাত দিয়ে হাবিলদার খোরশেদ আলম জানান, চুরি যাওয়া ফিসপ্লেটসহ দুইজনকে আটক করা হয়। পরে তারা নিরাপত্তা কর্মী মানিক গাজীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

নিরাপত্তা কর্মীরা তাদেরকে তাড়া করলে চলন্ত অটোবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে মনির আহত হন। সে সময় মোহন পালিয়ে যান।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার জানান, অভিযুক্ত এক চোরকে থানায় দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাকে আদালতে পাঠানো হয়েছে।

হাবিদার খোরশেদ জানান, গত ১২ সেপ্টেম্বর ফজর নামাজের আগে রেলওয়ে ওয়াসফিট থেকে ১৬টি ফিসপ্লেট চুরি করে মনির ও মোহন। পরে তারা অটোরিকশায় নিয়ে শহরের মিশন রোডের জাহাঙ্গীর ও নতুন বাজার এলাকার পুরাতন লোহা ব্যবসায়ী মুকবুলের কাছে ৯ হাজার ৬০০ টাকায় সেগুলো বিক্রি করে দেয়।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২০ সেপ্টেম্বর ২০২১