চাঁদপুর সদর

আল-হেরা মহিলা দাখিল মাদরাসার এমপিওর দাবিতে মানববন্ধন

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলহেরা ওয়াহেদীয়া একাডেমী মহিলা দাখিল মাদরাসাকে এমপিও ভুক্তিকরণের দাবিতে রোববার (১৬ই অক্টোবর) সকাল ১০টায় মাদরাসার সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০ থেকে ১৫ বছর ধরে সারাদেশে প্রায় ২০ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী লক্ষাধিক নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও জাতির আগামি দিনের কারিগর গঠনের লক্ষ্যে সকল স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আল-হেরা ওয়াহেদিয়া মহিলা দাখিল মাদরাসাটিকেও এমপিও ভুক্তির জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’

বক্তব্য রাখেন, মাদারাসার সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার (লিলি), সহকারী শিক্ষক আবু সাদেক, সহকারী শিক্ষক মো: জাকির হোসেন, সহকারী শিক্ষক হাফেজ আবদুল বায়েছ, অভিভাবক সদস্য মোঃ লিয়াকত চৌধুরী, জুয়েল চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মো: মাহমুদ হোসেন, মো: আ: সামাদ, মো: নাজির আহমেদ, মো. রিপন হাওলাদার, মো: হাবিবুর রহমান, মোসা: মাসুমা আক্তার, মোঃ নাজমুল হুদা, মোঃ সেকান্তর খান, আবদুল মজিদ মজুমদার, মোঃ তাফাজ্জল হোসেন, নাজমিন আক্তার, ইয়াসমিন আক্তার, কুলছুমা আক্তার, মারজানা আক্তার, মো: আনিছুর রহমানসহ স্থানীয় গন্যমান্যরা।

: আপডেট, বাংলাদেশ সময় ০৪:৪০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- এম এ শাকূর
Share