Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
হাইমচরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

হাইমচরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

চাঁদপুরের হাইমচরে উপজেলা যুবলীগের আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার (১১ নভেম্বর) বেলা ৪টায় উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুবলীগ আহ্বায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া বলেন, ‘যুবলীগ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম শক্তিশালী যুবসংগঠন। যুবলীগের ইতিহাস ঐহিত্য সুসজ্জিত মন্ডিত। হাইমচর উপজেলা যুবলীগ শক্তিশালী এক ও অভিন্ন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি যাতে সে উন্নয়নে বাধাগ্রস্ত করতে না পারে সে দিকে যুবলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে আওয়ামী লীগের সাথে কাধে কাধ মিলিয়ে যুবলীগকে ঐক্রবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মীদের সামনে আতিকুর রহমান পাটওয়ারীকে হাইমচর উপজেলা যুবলীগ সভাপতি ও জাহাঙ্গীর হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

র‌্যালি পরবর্তী সভায় উপজেলা যুবলীগ আহ্বায়ক মোঃ আতিকুর রহমান পাওটয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, মোঃ আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলি মাঝি, বাবু ঝন্টু দাস, জেলা শ্রমীকলীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ লিটন, হাইমচর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মজিবুল্লাহ মানিক। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন সিকদার। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সদস্য মহিউদ্দি হায়দার চৌধুরী, অরুপ কর্মকার, আঃ গনি গাজি, ফারুক পাটওয়ারী, কামল হোসেন লালু, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক খুরশিদ আলম, হাইমচর উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক আবু তাহের রাড়ী, মিজানুর রহমান মুন্সি, যুবলীগ নেতা সোহেল পাটওয়ারী, সোহাগ বেপারী, জসীম ভ’ইয়া, মনির হোসেনসহ ওয়ার্ড ইউনিয়ন থানা নেতৃবৃন্দ। সভার পূর্বে প্রতিষ্ঠা বাষিৃকীর বর্নাঢ্য র‌্যালী বের হয়। পরে অডিটরিয়ামে যুবলীগ নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বেলা ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও ২টার পূর্বেই উপজেলা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে প্লেকার্ড, পেস্টুন, ব্যানার ও বাদক দলনিয়ে নিয়ে হাজারো নেতাকর্মী মিছিলে মিছিলে প্রকম্পীত করে উপজেলা সড়কগুলো।

সভা শেষে সন্ধা ৬টায় যুবলীগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যুবলীগ নেতৃবৃন্দ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিভিন্ন ভিডিও প্রদর্শনসহ দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।

হাইমচরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

Leave a Reply