Home / শিল্প-সাহিত্য / আজ মরমি শিল্পী আবদুল আলীমের ৮৬ তম জন্মদিন
আজ মরমি শিল্পী আবদুল আলীমের ৮৬ তম জন্মদিন

আজ মরমি শিল্পী আবদুল আলীমের ৮৬ তম জন্মদিন

বাংলা লোকসংগীতের মরমি শিল্পী আবদুল আলীমের আজ বৃহ্সপতিবার (২৭ জুলাই ) ৮৬ তম জন্মদিন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন । বাল্যকাল থেকেই তিনি ছিলেন সংগীতের প্রবল অনুরাগী।

গ্রামোফোন রেকর্ডে গান শুনে তার গান গাওয়ার আগ্রহ জন্মে ছোটবেলায়। ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে তার গান প্রথম রেকর্ড হয়। পরবর্তীতে টেলিভিশন ভবন চালু হলে এখানেও তিনি সংগীত পরিবেশন শুরু করেন।

চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এ প্রথম প্লেব্যাক শিল্পী হিসেবে কণ্ঠ দেন আবদুল আলীম। গুণী এ শিল্পীর ৫ শ’গান রেকর্ড হয়েছে। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘একুশে পদক’ পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার।

১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর বরেণ্য এ সংগীতশিল্পী ইন্তেকাল করেন। আজ বৃহ্সপতিবার তার জন্মদিন উপলক্ষে তার মেয়ে নূরজাহান আলীম এশিয়ান টিভিতে এবং আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) দেশটিভিতে সংগীত পরিবেশন করবেন।

এছাড়াও জাতীয় জাদুঘরে শনিবার (২৯ জুলাই )সন্ধ্যা ৬টায় আবদুল আলীমের গানগুলো পরিবেশন করবেন তিনি নিজের একক পরিবেশনায়।

ডেস্ক নি্উজ
:আপডেট, বাংলাদেশ সময় ২:৫০ পিএম,২৭ জুলাই ২০১৭,বৃহ্সপতিবার
এজি

Leave a Reply