Home / জাতীয় / আমি কোন দলের নই, সবার রাষ্ট্রপতি

আমি কোন দলের নই, সবার রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, `আমি কোন দলের নই, সবার রাষ্ট্রপতি। তাই উন্নয়নমূলক কাজে, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।’

বৃহস্পতিবার কিশোরগঞ্জের মিঠামইন হাওরের তিন উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে সংযুক্ত করে অলওয়েদার সড়ক ও ১০টি সেতু নির্মাণ কাজের ভিত্তিফলক উদ্বোধন শেষে মিঠামইন ডাকবাংলো মাঠে জনসভায় রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে ভোট দিতে দিতে এলাকার লোকজন বৃদ্ধ হয়ে গেছে। আর আমিও ভোট নিতে নিতে বৃদ্ধ হয়ে গেছি। তাই এলাকার জন্য কিছু করে যেতে হবে। এক সময় মিঠামইন সদর উপজেলার অনেক গ্রাম বন্যায় বিলীন হয়ে গেছে। কিন্তু এখন যেন আর ভাঙনের কারণে বিলীন না হয় সেজন্য কাজ করে যাচ্ছি।’

ধান কাটা মৌসুম চলছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এখন বৈশাখ মাসের ধান কাটা চলছে। কৃষকের টেনশন আর ব্যস্ততা যাচ্ছে। তারপরও আমি ছুটে এসেছি, আপনাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য। সড়কপথের যেন উন্নয়ন হয় সেজন্য।’

এ সময় দেশের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘এলাকার চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যত প্রজন্ম উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাবে।’

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস শাহিদ ভুঁইয়া প্রমুখ।

এর আগে সকাল ১১টা ১৫ মিনিটে হেলিকপ্টারে মিঠামইনে অবতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় ডাকবাংলোতে বিশ্রাম শেষে দুপুর ১১টা ৪০ মিনিটে ডাক বাংলো মাঠে হাওরাঞ্চলের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার ২৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ অলওয়েদার মহাসড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন তিনি। এ প্রকল্পে ৬শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে।

এরপর উপজেলার কাঁঠাখাল এলাকায় একটি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সড়ক ও জনপদ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। (বাংলামেইল)

: আপডেট ২:২৭ এএম, ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply